[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআর (দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস) ও মুসলিম ব্রাদারহুডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ফ্লোরিডা অঙ্গরাজ্য। স্থানীয় সময় সোমবার গভর্নর রন ডেস্যান্টিস এক্সে দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মাসে টেক্সাস অঙ্গরাজ্যও একই ধরনের সিদ্ধান্ত নেয়।

ফ্লোরিডার আদেশ অনুযায়ী, রাজ্যের কোনো নির্বাহী বা মন্ত্রিসভা-সংশ্লিষ্ট সংস্থা এই দুই সংগঠন কিংবা তাদের সহযোগী ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি, অর্থায়ন বা নিয়োগে অংশ নিতে পারবে না।

তবে সিদ্ধান্তটিকে অসাংবিধানিক মানহানিকর আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। সংগঠনটি জানিয়েছে, তারা ঘোষণার বিরুদ্ধে আদালতে যাবে। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো সিএআইআর বা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সিএআইআর-এর যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে ২৫টি শাখা রয়েছে। এর আগেও টেক্সাসের গভর্নরের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে সংগঠনটি ফেডারেল আদালতে মামলা করেছে।

অন্যদিকে মুসলিম ব্রাদারহুড দাবি করে, তারা সহিংসতা ত্যাগ করে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইতোমধ্যে সংগঠনটিকে নিষিদ্ধ করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর