[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

আফগানিস্তান সরকারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তালেবান প্রশাসনের সামনে স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, আফগান তালেবানের সামনে দুটি পথ খোলা রয়েছে—পাকিস্তান অথবা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত টিটিপি।

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দেওয়া বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাষ্ট্রীয় দৃঢ়তা নিয়ে আপস করা হবে না। সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কে একাধিকবার শান্তি আলোচনা হলেও টিটিপি ইস্যুতে টানাপড়েন কমেনি। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে।

অনুষ্ঠানে ভারতকেও সতর্ক করেন আসিম মুনির। তিনি বলেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা হলে তার জবাব হবে আরও দ্রুত ও আরও তীব্র।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর