[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন মিটার উঁচু সুনামির আশঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫ ০০:১২ এএম
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫২ এএম

ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পূর্ব উপকূলে সোমবার রাতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে অনুভূত এই কম্পনের পর জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে।

সতর্কতায় বলা হয়, উপকূলে সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে গভীরতা ৫০ কিলোমিটার। শুরুতে জেএমএ ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৭.৬ নিশ্চিত করে। ভূমিকম্প অনুভূত হয় উত্তর ও পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে, যার মধ্যে হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচার উল্লেখযোগ্য।

 

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (PTWC) জানিয়েছে, কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর বিপজ্জনক সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

 

তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন এবং কেউ কেউ তাদের ঘরের কাঁপতে থাকা আসবাবপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

 

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে নিয়মিত কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর পূর্ব জাপান রেলওয়ে কিছু ট্রেন চলাচল স্থগিত করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর