যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। নথিতে বলা হয়েছে, ভুল সিদ্ধান্ত সংশোধন না করলে ইউরোপ তার ‘পশ্চিমা পরিচয়’ হারানোর ঝুঁকিতে পড়বে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে ইউরোপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক সাবেক রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেন সংকটকে ইউরোপের সমস্যা হিসেবেই দেখেন এবং এতে নেতৃত্ব দেওয়ার দায় ইউরোপেরই হওয়া উচিত। বিবিসি রেডিও-৪কে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহায়তা দিতে পারে, তবে এবার সামনের সারিতে থাকতে হবে ইউরোপকে। ট্রাম্প চান না আগের মতো রাশিয়ার সঙ্গে টানাপড়েনে যুক্তরাষ্ট্রই মূল চাপ বহন করুক।
নথিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ইউরোপের ‘আত্মবিশ্বাসের অভাবের’ কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক সামলাতে যুক্তরাষ্ট্রকে জড়িত থাকতে হবে, তবে নেতৃত্ব ইউরোপের।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। শান্তি প্রস্তাব বিলম্বিত হওয়ায় রাশিয়ার হামলা বাড়ছে, আর ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জেলেনস্কি।
মন্তব্য করুন: