[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, আসছে কোটি কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ ঘিরে বিপুল পরিমাণ দান সংগ্রহ হয়েছে। সভাস্থলে রাখা ১১টি দানবাক্স মাত্র দুই দিনেই সম্পূর্ণ ভরে যায়। রবিবার রাতে বিশেষ মেশিনে অর্থ গণনা শুরু হলে এখন পর্যন্ত চারটি দানবাক্স ও একটি বস্তা থেকে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি।

পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে অনলাইনে এসেছে আরও ৯৩ লাখ রুপি।

গত ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। ওই সভায় প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল এবং শাহী বিরিয়ানির আয়োজন করা হয়। সেদিনই দান সংগ্রহের জন্য বড় আকারের বাক্স বসানো হয়। হুমায়ুন জানান, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় দানের পরিমাণ কয়েক কোটি রুপি ছাড়াতে পারে।

রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অর্থ গণনা করা হয়। সোমবার বাকি সাতটি বাক্স খোলা হবে। পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে মসজিদ নির্মাণের উদ্যোগ ঘিরে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করেছে। ক্ষুব্ধ হুমায়ুন ঘোষণা দিয়েছেন, ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠন করবেন এবং রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে প্রার্থী দেবেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর