[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

স্বৈরশাসনের অবসান উদযাপনে সিরীয়দের ঢল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী ডামাস্কাসে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে। ১৪ বছরের দমন–পীড়নের অবসানের স্মরণে এ দিনটিকে অনেক সিরীয় ঈদের সঙ্গে তুলনা করছেন।

গত বছরের এই দিনেই ভোরে আসাদ দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে পালিয়ে যান এবং সিরিয়া নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে।

অনেক বাসিন্দা প্রাক্তন সরকারের পতনকেদাসত্ব থেকে মুক্তিহিসেবে দেখছেন। পরিস্থিতির মোড় ঘোরে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার যুক্তরাষ্ট্র সফরের পর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক এবং সন্ত্রাসী তালিকা থেকে নাম প্রত্যাহার সিরিয়ার পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের নতুন দুয়ার খুলেছে বলে বিশ্লেষকদের অভিমত।

আসাদের পতনের বর্ষপূর্তি ঘিরে উমাইয়্যাদ স্কোয়ারে কয়েক দিন ধরেই উৎসব চলছে। গাড়ির হর্ন, আতশবাজি উল্লাসে মুখর ডামাস্কাসযা সিরীয়দের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর