ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য নতুন করে এলসি খোলার খবরে বগুড়ায় পেঁয়াজের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
শনিবার বগুড়ার বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিতে ১৪০ টাকা। রোববার তা নেমে আসে ১০০ থেকে ১২০ টাকায়। শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে দেখা গেছে, নতুন দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি ৬৫ টাকায় এবং খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায়। পুরাতন পেঁয়াজ পাইকারিতে ১০০ থেকে ১০৫ টাকা এবং খুচরায় ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দীর্ঘদিন ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ ও সরবরাহ ঘাটতির কারণে বাজার অস্থির ছিল। নতুন পেঁয়াজ উঠলেও দাম কমছিল না। কিন্তু এলসি খোলার খবরে সেই অস্থিরতা একদিনেই কেটে যায়।
আড়তদাররা বলছেন, সরবরাহ বাড়লে সামনে দাম আরও কমতে পারে। অন্যদিকে ক্রেতারা মনে করছেন, হঠাৎ এই মূল্যপতন বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন: