[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত অন্তত ১৮

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

গ্রিস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির কাছে এ দুর্ঘটনা ঘটে। রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গ্রিসের কোস্টগার্ড জানায়, সমুদ্রপথে যাত্রার সময় নৌকাটি দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে উল্টে যায়।

কোস্টগার্ডের তথ্যমতে, ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় ও জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রয়টার্স জানায়, প্রথমে একটি তুর্কি কার্গো জাহাজ নৌকাটিকে বিপর্যস্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রিসের কর্তৃপক্ষকে খবর দেয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস ছিল অন্যতম প্রধান প্রবেশপথ। সে সময় দেশটি তীব্র অভিবাসী সংকটের মুখে পড়ে। এরপর কিছুটা পরিস্থিতি স্থিতিশীল হলেও গত এক বছরে লিবিয়া থেকে ছোট নৌকায় আবারও অভিবাসী যাত্রা বেড়েছে। বিশেষ করে আফ্রিকার কাছাকাছি থাকা ক্রিট, গাভদোস ও ক্রিসি দ্বীপের দিকে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর