ভারতের উত্তর গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি নাচঘরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার ভোরে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জন প্রাণ হারিয়েছেন।” তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান।
ঘটনাস্থলে সাংবাদিকদের সাওয়ান্ত বলেন, তিনজন দগ্ধ হয়ে মারা গেছেন এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারান। পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার জানান, নিহত সকলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মন্তব্য করুন: