বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত তার বিষয়ে কৌশলী অবস্থান নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
দিল্লি প্রকাশ্যে তাকে সমর্থন করলেও কোনো দৃঢ় অবস্থান নিচ্ছে না বা রায় নিয়ে আপত্তি তুলছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, শেখ হাসিনা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে অবস্থান করছেন। তিনি কতদিন থাকবেন, সে সিদ্ধান্তও তার নিজের। ভারতের পক্ষ থেকে বিষয়টি মানবিক ও কূটনৈতিক দৃষ্টিতে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত বছরের ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে বাংলাদেশ সরকার দুই দফা ভারতকে তার প্রত্যর্পণের অনুরোধ জানায়। ভারত জানিয়েছে, পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, একসময় প্রকাশ্য সমর্থন দিলেও এখন দিল্লি ধীরে ধীরে শেখ হাসিনার দায় থেকে সরে আসছে, যা তার ভারতের অবস্থান দীর্ঘ না হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন: