[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

বিতর্কিত মানচিত্রসহ নতুন ১০০ রুপির নোটে নেপাল–ভারত সম্পর্কে ফের উত্তেজনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভোরে কাঠমান্ডুর বাজারে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, বাজারে এসেছে নেপালের নতুন ১০০ রুপির নোট। কিন্তু কৌতূহলের কেন্দ্রবিন্দু নোটের রং বা নকশা নয়; মাঝখানে ছাপা মানচিত্র। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা, যে ভূখণ্ড নিয়ে নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন।

নতুন নোট ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির কূটনৈতিক মহলে উত্তেজনা বাড়ে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল একে “একতরফা ও অগ্রহণযোগ্য” পদক্ষেপ বলে তীব্র প্রতিক্রিয়া জানান।

এই মানচিত্র প্রথম আসে কেপি শর্মা অলি সরকারের আমলে। সেই সময় থেকেই দুই দেশের সম্পর্কে বরফ জমে। সাধারণত নেপালের নোট ভারতের মুদ্রণ কারখানায় ছাপা হয়, কিন্তু বিতর্ক এড়াতে এবার তা ছাপা হয়েছে চীনে, যা বিশ্লেষকদের কাছে স্পষ্ট রাজনৈতিক সংকেত। খরচ বাঁচানোর অজুহাত থাকলেও মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ভারত এ নোট ছাপায় অস্বীকৃতি জানাবে, এই হিসাব।

সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর থাকা নোটটি অলি সরকারের সময়ে অনুমোদিত হলেও নতুন সরকারও এটি প্রত্যাহার করেনি। ফলে ধারণা জোরালো হচ্ছে, নেপালের পররাষ্ট্রনীতির মূল অবস্থান পাল্টায়নি। নতুন নোট এখন শুধু মুদ্রা নয়, বরং দুই দেশের কূটনীতিতে নতুন উত্তেজনার প্রতীক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর