মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের শেষ ক্যাবিনেট বৈঠকটি শেষ হলো ঝিমুনি, দীর্ঘ বক্তৃতা ও বিতর্কিত মন্তব্যে ভরা এক অস্বস্তিকর পরিবেশে। ২ ডিসেম্বর অনুষ্ঠিত দুই ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠকে ৭৯ বছর বয়সী ট্রাম্পকে বারবার চেয়ারে হেলান দিয়ে চোখ বুজতে দেখা যায়, যা বৈঠকের শুরুতে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে করা ‘আমি খুব শার্প’ দাবি মুহূর্তেই খণ্ডিত করে।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তার স্বাস্থ্যবিষয়ক সমালোচনার জবাব দিতে গিয়েও ঝিমুনি ক্যামেরায় ধরা পড়ে।
বৈঠকে আরেক হাস্যরসের জন্ম দেয় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নেমপ্লেট, যেখানে ‘Secretary of War’ শব্দটিতে ভুলভাবে অতিরিক্ত ‘s’ যুক্ত ছিল। এ নিয়ে অনলাইনে বিদ্রুপ ছড়িয়ে পড়ে। দীর্ঘ বক্তৃতায় বিরক্ত হয়ে ট্রাম্প ‘দ্রুত এগোনোর’ নির্দেশ দিলেও মন্ত্রীরা থামেননি। এমনকি বাজেট ডিরেক্টরকে দেখা যায় কাগজে পাহাড়-গাছ- মেঘের আঁকিবুঁকি করতে।
শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প সোমালি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দীর্ঘ বক্তব্য দিয়ে মজা করে বলেন, ‘শেষ বক্তা হয়েও অনেক কিছু বলতে হবে।’
দুইবার টেবিলে হাত চাপড়ে ট্রাম্প বৈঠক শেষ ঘোষণা করলে শেষ হয় ধীরগতির এই ম্যারাথন সভা।
মন্তব্য করুন: