[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

ইসরায়েল ও ফিলিস্তিনের রেকর্ড আবেদন স্থগিত করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইসরায়েলের পাঠানো নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও গাজা থেকেও পাঠানো আবেদনগুলোর ক্ষেত্রে।

ইসরায়েলি চ্যানেল এন১২এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড আবেদন জমা পড়ার পর গিনেস কর্তৃপক্ষ জানায়বর্তমানে তারা দেশটির কোনো আবেদনই পর্যালোচনা করছে না।

ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কর্মসূচি পরিচালনাকারী প্রতিষ্ঠানমাতনাত চাইমদাবি করেছে, তারা দুই হাজার কিডনি দাতাকে একত্রিত করে একটি গ্রুপ ছবি তোলেন এবং সেটিকে গিনেস রেকর্ডের জন্য জমা দেন। কিন্তু ব্রিটেনভিত্তিক সংস্থাটি আবেদনটি প্রত্যাখ্যান করেছে।

সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি গিনেস কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা নিরাপত্তাজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটেই আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গিনেস জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করা হতে পারে, তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি সংস্থাটি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর