রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারত পৌঁছাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক বার্ষিক সম্মেলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্যচুক্তি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
সফরটি এমন সময়ে হচ্ছে, যখন কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ান তেল কেনা কমাতে চাপ দিয়েছিল এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও ওয়াশিংটনের আলোচনা চলছে।
ভারত ও রাশিয়া বহু দশকের মিত্র। ইউক্রেন যুদ্ধের আগে ভারতের মাত্র ২.৫ শতাংশ অপরিশোধিত তেল আসত রাশিয়া থেকে, রাশিয়ার দেওয়া ছাড়ের কারণে তা বেড়ে এখন প্রায় ৩৫ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করায় ভারতীয় অর্ডার কমেছে; এই ইস্যুতে সমাধান খুঁজতে পুতিন–মোদি বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারত রাশিয়া থেকে আধুনিক যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে, তবে নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে সরবরাহ বিলম্বিত হচ্ছে। মোদি এই সফরে সময়সীমা নিয়ে নিশ্চয়তা চাইতে পারেন।
পুতিনের জন্য এ সফর পশ্চিমা বিচ্ছিন্নতার জবাব, আর মোদির জন্য কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপ সামলানোই তাঁর বড় চ্যালেঞ্জ।
মন্তব্য করুন: