পাকিস্তানের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ হিসেবে করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান, ৩ ডিসেম্বর ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
তিনি বলেন, ভারতের আকাশসীমা ব্যবহার করে যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশে চলাচল করে, একইভাবে বিমানও ভারতীয় আকাশসীমা ব্যবহার করে করাচিতে যাবে। তবে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর ভারতের চলমান আকাশপথ সীমাবদ্ধতার কারণে ঢাকায় পাকিস্তানি ক্যারিয়ারের ফ্লাইট শুরুর সম্ভাবনা আপাতত নেই।
আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য প্রসঙ্গে হাইকমিশনার জানান, সরাসরি যোগাযোগের অভাবই পাকিস্তান–বাংলাদেশ বাণিজ্য বাড়ানোর সবচেয়ে বড় বাধা। অতীতে রেল যোগাযোগ থাকায় বাণিজ্য সহজ ছিল, এখন পাকিস্তানের খেজুরও আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই হয়ে।
তরুণ কূটনীতিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম পরিবর্তনমুখী ও উচ্চাকাঙ্ক্ষী। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের তরুণ সমাজে নতুন আশাবাদ তৈরি করেছে। তাঁর আশা, নতুন নেতৃত্ব আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পথ সহজ করবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সুযোগ তৈরি করবে।
মন্তব্য করুন: