[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে ১০ ডিসেম্বর। এই সিদ্ধান্তে ইউটিউব জানিয়েছে, আইনটি তড়িঘড়ি করে করা হয়েছে এবং কার্যকর হলে শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে।

প্রতিষ্ঠানটির দাবি, নিষেধাজ্ঞা কার্যকর হলে বিদ্যমান প্যারেন্টাল কন্ট্রোল অকার্যকর হয়ে যাবে; অভিভাবকেরা আর শিশুদের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ, কনটেন্ট নিয়ন্ত্রণ বা চ্যানেল ব্লক করতে পারবেন না।

বিষয়ে অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, যদি ইউটিউব নিজেই স্বীকার করে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য অনিরাপদ, তাহলে সমস্যার সমাধান ইউটিউবকেই করতে হবে। তিনি জানান, ডিজিটাল অ্যালগরিদম শিশুদের উপর যে বিরূপ প্রভাব ফেলছে তা রোধে এই আইন জরুরি। প্ল্যাটফর্মগুলোকে প্রতি ছয় মাসে জানাতে হবে ১৬ বছরের নিচে কতটি অ্যাকাউন্ট রয়েছে।

নিষেধাজ্ঞার খবরে কিশোররা লেমন ইয়োপএর মতো কম পরিচিত অ্যাপে ভিড় করছে, যা পর্যবেক্ষণে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। আইন ভঙ্গ করলে প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৪০.৯৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা গুনতে হবে।

এই নিষেধাজ্ঞা ইউটিউব, ফেসবক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, রেডিট, টুইচ থ্রেডসসহ প্রায় সব বড় প্ল্যাটফর্মেই প্রযোজ্য হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর