[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

১১ বছর পর ফের নিখোঁজ বিমানের খোঁজে অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

সাড়ে ১১ বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ যাত্রীসহ উধাও হয়ে যায়। ২০১৪ সালের ৮ মার্চ ঘটনার পর থেকেই এটি এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায় এবং এরপর আর কোনো হদিস মেলেনি।

বিবিসির তথ্য অনুযায়ী, মালয়েশিয়া নতুন করে অনুসন্ধান অভিযানের ঘোষণা দিয়েছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ৫৫ দিন। গত মার্চে অনুসন্ধান শুরু হলেও বৈরী আবহাওয়ায় তা স্থগিত হয়। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের স্বজনদের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন অভিযান আয়োজন করা হয়েছে।

বোয়িং ৭৭৭ মডেলের এমএইচ৩৭০এর খোঁজে এবারও কাজ করবে ওশান ইনফিনিটি নামের প্রতিষ্ঠানটি। পরিবহন মন্ত্রী লোক সিউ ফুক জানিয়েছেন, ধ্বংসাবশেষ পেলে প্রতিষ্ঠানটিকে ৫৬ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে; না পেলে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না।

এর আগে দীর্ঘ অনুসন্ধানে ২৬ দেশের ৬০টি জাহাজ ৫০টি উড়োজাহাজ অংশ নেয়; অভিযান শেষ হয় ২০১৮ সালে। পরের বছর ওশান ইনফিনিটিও তিন মাস অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়।

তদন্তে ইঙ্গিত মেলে, বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল। তবে ধ্বংসাবশেষ মিললেই কেবল রহস্যের পূর্ণ সমাধান সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর