[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

এআই–তৈরি ‘চা–ওয়ালা’ ভিডিওতে তোলপাড় ভারতীয় রাজনীতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি এআই–তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক এক সম্মেলনের রেড কার্পেটে স্যুট পরিহিত মোদি হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন এবং হাঁক দিচ্ছেন—‘চাই বোলো, চাইয়ে!’ তার পেছনে সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের পতাকা দেখা যায়, যা পুরো দৃশ্যটিকে আরও নজরকাড়া করেছে।

ভিডিওটি শেয়ার করেন কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক। তিনি ক্যাপশনে লেখেন, ‘এটা আবার কে করল?’ ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস সমর্থকরা ব্যঙ্গ হিসেবে ভিডিওটি প্রচার করলেও ক্ষমতাসীন বিজেপি একে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে সমালোচনা করেছে।

মোদির রাজনৈতিক পরিচয়ের সঙ্গেচাওয়ালাইমেজ দীর্ঘদিন ধরেই যুক্ত। অতীতে বিভিন্ন মঞ্চে তিনি নিজেই শৈশবের পেশার কথা তুলে ধরেছেন। তবে এআইতৈরি এমন ভিডিওকে বিজেপি অসম্মানজনক বিদ্বেষমূলক বলে দাবি করেছে।

ভিডিওটি ঘিরে শুরু হওয়া বিতর্ক ভারতের রাজনৈতিক মহলে এআই কনটেন্টের অপব্যবহার ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর