বছরের শেষ সুপারমুন বৃহস্পতিবার আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, এটিই টানা তৃতীয় এবং শেষ সুপারমুন। বছরের শেষদিকে এই বিশেষ চাঁদ দেখার এটাই চূড়ান্ত সুযোগ।
ডিসেম্বর মাসের পূর্ণ চাঁদকে ‘কোল্ড মুন’ বলা হয় শীতের প্রভাবের কারণে। প্রতি মাসের পূর্ণ চাঁদের ঐতিহাসিক নাম রয়েছে, যার মধ্যে কোল্ড মুন শীতের ঠান্ডার প্রতীক। অন্যদিকে, সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ যা সাধারণ সময়ের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে পৌঁছায়, তখন সুপারমুন ঘটে। নাসার তথ্য অনুযায়ী এমন সময়ে চাঁদ সাধারণ চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়।
এ বছর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—টানা তিন মাস সুপারমুন দেখা গেছে। এর শেষটি সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিট।
সুপারমুন দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশ, কম আলো দূষণ এবং উঁচু সমতল জায়গা পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী।
এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে। তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না।
মন্তব্য করুন: