[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে সামরিক-বেসামরিক দ্বন্দ্বের আভাস, সরকার বলছে গুজব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজনীতিতে একের পর এক গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে দাবি ওঠে, কারাগারে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বোনদের সাক্ষাতের সুযোগ না দেওয়ায় এই গুজব আরও ছড়িয়ে পড়ে। তবে সরকার খবরটিকে ডাহা মিথ্যা বলে বাতিল করে। পরে ইমরানের বোন তার সঙ্গে সাক্ষাৎও করেন।

আদিয়ালা কারাগারে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে উজমা খান সাংবাদিকদের বলেন, ইমরান খান সুস্থ আছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তবে কারাগারে তার ভাইকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রায় এক মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় ২ ডিসেম্বর তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন বোন উজমা খান।

এদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে বিরোধের গুঞ্জনও উঠে আসে। কিন্তু ফেডারেল সরকার এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে অস্বীকার করেছে।

জিও নিউজ জানায়, সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনার কোনো প্রমাণ নেই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর