পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবিত থাকা নিয়ে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে কারাবন্দী ইমরানের কোনো দৃশ্যমান প্রমাণ প্রকাশ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়েছে।
পরিবার কিংবা দলের কোনো নেতা চার সপ্তাহের বেশি সময় ধরে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পাননি। অবস্থানও জানাচ্ছে না সরকার বা কারা কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সরকার ভুল পথে চলা বন্ধ না করলে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার আদেশ অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত নিষিদ্ধ থাকবে সব ধরনের সভা–সমাবেশ, বিক্ষোভ ও পাঁচজনের বেশি জমায়েত।
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭২ বছর বয়সী ইমরান খান। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করার কথা থাকলেও তা বন্ধ রয়েছে। অনেকে বলছেন তাঁকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হলেও ইমরান দাবি করেছেন, সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মন্তব্য করুন: