পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় যুক্তরাজ্যের ব্রিটিশ সংসদ সদস্য ও বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত।
সোমবার ঘোষণা করা এই রায়ে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ ছিল, টিউলিপ তাঁর এমপি পরিচয়ের প্রভাব ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদোয়ান মুজিবের জন্য পূর্বাচলে প্লট সুবিধা নিশ্চিত করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর ও শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ঢাকা আদালত প্রাঙ্গণে বিবিসি, স্কাই নিউজসহ ব্রিটিশ সাংবাদিকদের উপস্থিতি মামলাটির আন্তর্জাতিক গুরুত্বকে স্পষ্ট করে।
চলতি বছরের শুরুতে টিউলিপ রূপপুর প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে সমালোচনার মুখে যুক্তরাজ্যে মন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। পরবর্তী সময়ে লন্ডনে তাঁর সম্পদ–সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগও ওঠে।
বিশ্লেষকদের মতে, ঢাকা আদালতের এই সাজা টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎকে সরাসরি ঝুঁকিতে ফেলেছে। এমপি পদ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে, বাড়ছে পদত্যাগের চাপও। ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে।
মন্তব্য করুন: