[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে নতুন স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সেফটি অ্যাপ যুক্তের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভারত সরকার নতুন সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সুরক্ষা অ্যাপ ‘সঞ্চার সাথী’ ইনস্টল করার নির্দেশ দিয়েছে। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ এবং নকল মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির টেলিকম বিভাগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্দেশনা স্মার্টফোন নির্মাতাদের সরাসরি পাঠানো হয়েছে এবং ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের সময় দেওয়া হয়েছে।

অ্যাপটি ফোনের আইএমইআই যাচাই, চুরি বা হারানো ডিভাইস রিপোর্ট এবং প্রতারণামূলক যোগাযোগ শনাক্ত করার সুযোগ দেবে। বর্তমানে ১২০ কোটির বেশি মোবাইল ব্যবহারকারীর দেশে অ্যাপটি নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। টেলিকম বিভাগের দাবি, নকল আইএমইআইযুক্ত ডিভাইস সাইবার ঝুঁকি বাড়াচ্ছে এবং চুরি হওয়া ফোনের পুনর্বিক্রি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ফোন সেটআপের সময় থেকেই অ্যাপটি দৃশ্যমান থাকবে এবং ব্যবহারকারী চাইলে এটি বন্ধ করতে পারবেন না। নির্মাতাদের ১২০ দিনের মধ্যে নির্দেশনা মানার প্রতিবেদন দিতে হবে। সরকারি তথ্যে বলা হয়েছে, অ্যাপটির মাধ্যমে এখন পর্যন্ত ৭ লাখের বেশি হারানো ফোন উদ্ধার হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, অ্যাপটির ডেটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে। পাশাপাশি বাস্তবায়ন কঠিন হবে, কারণ অ্যাপলসহ কয়েকটি কোম্পানি প্রি-ইনস্টল সরকারি অ্যাপ সমর্থন করে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর