[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের কারণে বিদেশি শিক্ষার্থী হারিয়ে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার ক্ষতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলেজ–বিশ্ববিদ্যালয়ে চলতি সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৭ শতাংশ কমেছে। পররাষ্ট্র দপ্তর ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে,

ট্রাম্প প্রশাসনের কঠোর শিক্ষার্থী–ভিসা নীতি এবং অভিবাসন প্রক্রিয়ার জটিলতা এ পতনের প্রধান কারণ। আইআইই–এর ওপেন ডোরস রিপোর্ট জানায়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে প্রায় ৫৫ বিলিয়ন ডলার অবদান রাখলেও নতুন শিক্ষার্থী কমে যাওয়ায় এ বছরই কমপক্ষে ১১০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ইমপ্ল্যানের হিসাব অনুযায়ী, শিক্ষার্থীদের ব্যয় কমে যাওয়ার সরাসরি ও পরোক্ষ প্রভাব মিলিয়ে জিডিপিতে প্রায় ১ বিলিয়ন ডলার ঘাটতি দেখা দেবে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্থানীয় অর্থনীতি, চাকরি ও কর–রাজস্বের জন্য গুরুত্বপূর্ণ উৎস।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১২ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী আছে, যাদের বড় অংশ ভারত ও চীন থেকে আসে। কোভিড–পরবর্তী সময়ের পর এবারই দ্বিতীয় বছর নতুন বিদেশি ভর্তি কমল। নাফসার নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী মেধাবীদের পথ এখন ‘অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ’। বিশ্ববিদ্যালয়গুলো সতর্ক করছে, ভর্তি কমে গেলে তাদের টিউশন–নির্ভর আয়ে বড় ধাক্কা লাগবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর