[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে নেতানিয়াহুর চিঠি, তেল আবিবে নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমা চাইতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে চিঠি দেওয়ার পর তেল আবিবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার রাতে শতাধিক মানুষ প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের সামনে জড়ো হয়ে নেতানিয়াহুর আবেদন বাতিলের দাবি জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিরোধীদলীয় এমপি নাআমা লাজিমিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। এক বিক্ষোভকারী নেতানিয়াহুর সাজে কমলা পোশাক পরে ব্যঙ্গাত্মক বার্তা দেন। অন্যরা কলার স্তূপের পাশেপার্ডনলেখা প্ল্যাকার্ড তুলে ধরেন।

গত পাঁচ বছর ধরে নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মুখোমুখি। একটি মামলায় তিনি তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ধনকুবেরদের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। আরও দুই মামলায় সংবাদমাধ্যমকে প্রভাবিত করে অনুকূল কাভারেজ আদায়ের অভিযোগ আছে।

সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবীরা প্রেসিডেন্টকে ১১১ পৃষ্ঠার চিঠি দিয়ে বলেন, বিচারের শেষে তিনি খালাস পাবেন বলে তাঁদের বিশ্বাস। তবে নেতানিয়াহু দাবি করেছেন, নিরাপত্তা রাজনৈতিক সংকটের কারণে বিচার চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং এটি দেশকে আরো বিভক্ত করবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর