মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস বর্তমানে এ বিষয়ে চূড়ান্ত নথিপত্র তৈরির কাজ করছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের দাবি, সংগঠনটি মার্কিন স্বার্থের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রচারণা চালায় এবং হামাসসহ বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীকে সমর্থন করে।
এই কারণে মিশর, লেবানন ও জর্ডানে থাকা মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোও সন্ত্রাসী তালিকায় যুক্ত হতে পারে।
মধ্যপ্রাচ্যের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে, হাসান আল-বান্নার হাত ধরে। রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত মুসলিম ব্রাদারহুড কয়েক দশক ধরে বিভিন্ন দেশে গোপন বা আধা-গোপন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে মিশরে এটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ।
ওয়াশিংটনের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সন্ত্রাসী তালিকাভুক্ত হলে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা, সম্পদ জব্দসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন বিতর্কও জন্ম নিতে পারে।
মন্তব্য করুন: