ভারত–পাকিস্তান উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে সিন্ধি সমাজ আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, “সিন্ধু প্রদেশ আজ ভারতের অংশ নয়, কিন্তু সীমান্ত বদলাতে পারে, এক দিন এটি ভারতের অংশও হতে পারে।” তাঁর এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে “উসকানিমূলক, সম্প্রসারণবাদী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী” বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ভারত বরং নিজ দেশের নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘু ও উত্তর–পূর্বাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। পাশাপাশি ভারতকে এ ধরনের বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে তীব্র পরামর্শ জানানো হয়েছে।
রাজনাথ সিং তাঁর বক্তৃতায় বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির লেখার উদাহরণ টেনে বলেন, সিন্ধু সভ্যতা ও সংস্কৃতি ভারতের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি দাবি করেন, “সিন্ধু নদকে পবিত্র মনে করে গোটা ভারত; তাই সিন্ধু প্রদেশও সভ্যতার বিচারে ভারতের অংশ।”
পাকিস্তান পাল্টা বলেছে, এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা বাড়াতে পারে। বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গও তুলে ধরে ভারতকে জাতিসংঘ প্রস্তাব অনুসারে সমস্যার সমাধানে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ভারতের উত্তর–পূর্বাঞ্চলে “নিপীড়ন ও প্রান্তিককরণ” নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।
দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থার মধ্যে মন্তব্যটি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
মন্তব্য করুন: