জাতিসংঘের নতুন রিপোর্টে জানা গেছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। জাপানের টোকিওকে ছাড়িয়ে শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ। আকাশচুম্বী দালান আর পাশেরই জরাজীর্ণ বস্তি, এই বৈপরীত্য জাকার্তার চেনা দৃশ্য।
প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২২ হাজার মানুষ গাদাগাদি করে বাস করে। বিলাসবহুল এলাকায় জীবন স্বাচ্ছন্দ্যময় হলেও সাধারণ মানুষের আবাসন সংকট ভয়াবহ। জনসংখ্যার চাপের সঙ্গে বাড়ছে বায়ুদূষণ ও যানজট। শহরের কেন্দ্রস্থলের বাতাস এখন বিপদসীমায়, আর স্যাটেলাইট তথ্য বলছে জাকার্তার সবুজ এলাকা নেমে এসেছে মাত্র ১৮ শতাংশে।
জন্মহার কম হলেও কাজের খোঁজে প্রতিদিনই শহরমুখী মানুষের ভিড় বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের হুমকি। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনে জাকার্তা ধীরে ধীরে নিচে বসছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অতিবৃষ্টিতে উপকূলীয় এলাকায় নিয়মিত বন্যা দেখা দিচ্ছে।
এ সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বোর্নিও দ্বীপে নির্মিত হচ্ছে নতুন প্রশাসনিক নগরী ‘নুসান্তারা’, যা হবে পরিবেশবান্ধব স্মার্ট সিটি। তবে সমালোচকদের মতে, এটি মূল সমস্যার সমাধান নয়, বরং সরকারের ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা।
মন্তব্য করুন: