[email protected] শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

একদিনই ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’ ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

গাজায় কার্যকর যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ইচ্ছে করে চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির দাবি, গত এক দিনে অন্তত ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৭ জন। হামাস বলছে, মানবিক ও নিরাপত্তাজনিত ক্ষতির দায় পুরোপুরি ইসরায়েলের।

অন্যদিকে ইসরায়েল জানায়, গাজায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা চালালে তারা পাল্টা আক্রমণ করে। এতে হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করে তেল আবিব। তবে হামাস বলছে, নিহতদের নাম প্রকাশ না করলে দাবি গ্রহণযোগ্য নয়।

হামাসের এক শীর্ষ নেতা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নতুন করে বড় সংঘাত শুরুর চেষ্টা করছে। তিনি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।

গাজার স্থানীয় সাংবাদিকদের মতে, বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর নয়। বিভিন্ন স্থানে এখনো বিমান হামলা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয় প্রশাসন বলছে, ইসরায়েল গাজার ভেতর আরও গভীরে অবস্থান নিয়েছে, এতে উত্তরাঞ্চলের বহু পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

ছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য, ত্রাণ চিকিৎসাসামগ্রী প্রবেশে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর