মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। অনলাইনে শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় দেশটি এ উদ্যোগ নিতে যাচ্ছে।
রোববার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, সরকার অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করছে। তাঁর মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে কিশোর-কিশোরীদের সাইবার বুলিং, আর্থিক প্রতারণা ও যৌন নির্যাতনের মতো অনলাইন ঝুঁকি থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
ফাহমি ফাজিল আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যেই ১৬ বছরের নিচে কারও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হবে। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোর শিশুদের আচরণ, মানসিক চাপ ও নিরাপত্তায় প্রভাব এখন বৈশ্বিক সংকট হিসেবে দেখা হচ্ছে। এ কারণে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও মেটার মতো প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
অস্ট্রেলিয়া আগামী মাস থেকে ১৬ বছরের কম বয়সী অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কাজ শুরু করছে। ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ মডেল পরীক্ষা করছে। প্রতিবেশী ইন্দোনেশিয়া ন্যূনতম বয়সসীমা নির্ধারণে আগ্রহী হলেও পরে তুলনামূলক শিথিল নীতি গ্রহণ করে এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেয়।
মন্তব্য করুন: