সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এ কম্পন রেকর্ড করে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটি সৌদি আরবের অন্যতম সক্রিয় আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত।
একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.০৯। সৌদি গেজেট জানিয়েছে, একই পর্যবেক্ষণ নেটওয়ার্ক ইরান সীমান্তবর্তী অঞ্চলে এই কম্পন শনাক্ত করেছে। সৌদি আরব, ইরাক ও ইরানে একইদিন ভূমিকম্প অনুভূত হওয়ায় অঞ্চলজুড়ে ভূতাত্ত্বিক অস্থিরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হরাত আল-শাকা অঞ্চলে আগ্নেয়গিরিসংলগ্ন ভূ-অভ্যন্তরীণ চাপ পরিবর্তনের কারণে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন দেখা যায়। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক ভূমিকম্পের ঘনঘটা ভূতাত্ত্বিক সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো দেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি।
মন্তব্য করুন: