ajbarta24@gmail.com শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

ইরানে ইসরায়েলের হামলার সমাপ্তি, এখন শান্তি চায় যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ০০:১০ এএম

সংগৃহীত ছবি

ইরানে হামলা সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এখন আর ইরানের পাল্টা হামলা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরান-ইসরায়েল বিমান হামলার চক্র এখানেই শেষ হওয়া উচিত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গত কয়েক মাস ধরে ইরান যেসব হামলা চালিয়েছে তার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। হামলা শেষে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরেছে।

আইডিএফ বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার তাঁরা ইরানে বিমান হামলা চালিয়েছে। গত বছর যে ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সেই ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় আঘাত করেছে আইডিএফের উড়োজাহাজ।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক তিন দফা হামলার পর তা শেষ হয়েছে।

এদিকে ইরানের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইহুদি দেশটির চালানো হামলা চরম ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। তবে তারপরও কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি হয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘পার্স টুডে’ জানিয়েছে, ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ইরান নিজের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে। নিঃসন্দেহে ইসরায়েল যেকোনো হামলার যথোপযুক্ত জবাব পাবে।

হামলা ঠেকিয়ে দিল ইরান, প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েলহামলা ঠেকিয়ে দিল ইরান, প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নিয়ে কথা বলেছেন।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী অস্টিন ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরান যদি নতুন করে হামলার পরিকল্পনা করে তাহলে ইসরায়েল জবাব দিতে প্রস্তুত। আমাদের বার্তা পরিষ্কার, যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে নিতে চায়, তাঁদের চড়া মূল্য দিতে হবে।’

ইসরায়েলের শেষ হওয়ার পর হোয়াইট হাউসের মুখপাত্র শন সাভেট ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘নতুন হামলার পরিকল্পনা করে যাতে আর কোনো নতুন উত্তেজনার সৃষ্টি না হয়। আমরা চাই, পাল্টাপাল্টি এই হামলা চক্রের অবসান এখানেই হোক।’

বিবৃতিতে সাভেট বলেন, ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইসরাইল দাবি করেছে, তাঁরা ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী কারাজ শহরে কয়েকটি সামরিক স্থাপনায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে। যুক্তরাষ্ট্র এই অভিযানে অংশ নেয়নি। মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনীতি ত্বরান্বিত করা এবং উত্তেজনা প্রশমন করাই আমাদের লক্ষ্য।

মার্কিন নিউজ চ্যানেল সিবিসি দেশটির নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। কোনো পারমাণবিক বা তেল স্থাপনায় হামলা হয়নি।

তেল আবিবের ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের রিসার্চ ফেলো ও ইসরায়েল ডিফেন্স ইন্টেলিজেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিজ বলেছেন, ইরানের প্রতিক্রিয়া কি হবে তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, গত রাতে ইরান-ইসরায়েল সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে এসেছে।’

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের স্কলার এইচ. এ. হেলিয়ার সিএনএনের পলা নিউটনকে বলেছেন, ‘ইরান পরিস্থিতি নিজের অনূকূলে দেখলে ভবিষ্যতে ইসরায়েলে হামলা চালাতে পিছপা হবে না, ইসরায়েলের বেলাতেও একই।’

উল্লেখ্য, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান হাসান নাসরাল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের মৃত্যু এবং লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক মানুষকে হত্যার প্রতিশোধ নিতে ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এসব হামলায় ইসরায়েলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব। ইসরায়েল ওই হামলার জবাব দেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছিল। শনিবার সকালে সেই হুমকিই বাস্তবায়ন করল ইহুদী রাষ্ট্রটি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর