[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের জলবায়ু নীতিতে বাড়তে পারে ১৩ লাখ মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ জলবায়ু নীতি বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ–সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে সতর্ক করেছে প্রোপাবলিকা ও দ্য গার্ডিয়ানের যৌথ বিশ্লেষণ। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, নির্গমন নিয়ন্ত্রণ শিথিল করা এবং প্যারিস চুক্তি থেকে সরে আসার মতো নীতিগত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত কার্বন নির্গমন আগামী দশকে উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এই অতিরিক্ত নির্গমন ২০৩৫ সালের পরবর্তী ৮০ বছরে বিশ্বে গরমসম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় ১৩ লাখ পর্যন্ত বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর সবচেয়ে গুরুতর প্রভাব পড়বে দক্ষিণ এশিয়া আফ্রিকার উষ্ণ নিম্নআয়ের দেশগুলোতেযেখানে জলবায়ুসহনশীল অবকাঠামো দুর্বল এবং স্বাস্থ্যঝুঁকি ইতিমধ্যেই বেশি।

বিশ্ব জনসংখ্যার মাত্র শতাংশ যুক্তরাষ্ট্রে থাকলেও দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ২০ শতাংশের জন্য দায়ী। অথচ ট্রাম্প প্রশাসন বিদ্যুৎকেন্দ্র, যানবাহন শিল্প খাতে নির্গমনসংক্রান্ত নিয়ম শিথিল করে ফসিল ফুয়েল শিল্পকে আরও উৎসাহিত করেছে। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যান কার্বননিয়ন্ত্রণ খাতে আগের অর্জিত অগ্রগতি শ্লথ হয়ে গেছে।

বিজ্ঞানীদের মতে, তাপদাহ, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসযন্ত্রের জটিলতা, কৃষিক্ষতি, খরা বনাঞ্চলে অগ্নিকাণ্ড, সব মিলে জলবায়ুসংকট আরও গভীর হবে, এবং মানবিক দুর্যোগের পরিমাণ বাড়বে বহুগুণ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর