[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বাপ্পীর অবস্থান কলকাতায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, তিনি ভারতের কলকাতার রাজারহাট এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করছেন।

স্থানীয় সূত্র বলছে, প্রায় এক বছরের বেশি সময় ধরে ওই ঠিকানায় তিনি আত্মগোপনে আছেন এবং সেখানে তার সঙ্গে আওয়ামী লীগের আরও কয়েকজন কর্মী রয়েছেন। তবে সরেজমিনে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার হলেও পাঁচজন এখনও পলাতক, যার মধ্যে বাপ্পীও রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর