[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

পৃথিবীতে আঘাত হানছে সৌরঝড়: এটি কী, কোথায় দেখা যাবে, কতটা ক্ষতিকর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে পৃথিবীতে একাধিক সৌরঝড় বা ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সূর্য থেকে সাম্প্রতিক দিনগুলোতে নির্গত একাধিক করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এনওএএ জানিয়েছে, এটি জি–৪ মাত্রার শক্তিশালী ঝড় হতে পারে।

এরই মধ্যে ১০ নভেম্বরের দুটি সিএমই পৃথিবীতে আঘাত হেনেছে এবং তৃতীয়টি আরও দ্রুতগতিতে ছুটে আসছে বলে জানানো হয়েছে। এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ইউরোপের কিছু অঞ্চলের আকাশজুড়ে দেখা যেতে পারে মনোমুগ্ধকর অরোরা বা নর্দার্ন লাইটস। তবে একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থায়, বিশেষ করে রেডিও, জিপিএস স্যাটেলাইট সংকেতে, সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আফ্রিকা ইউরোপের কিছু এলাকায় ইতোমধ্যে রেডিও ব্ল্যাকআউটের অভিজ্ঞতা পাওয়া গেছে।

সৌরঝড়ের মূল উৎস সূর্যের পৃষ্ঠে তৈরি হওয়া সিএমই এবং সোলার ফ্লেয়ার, যা পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে সংঘর্ষে আলো সৃষ্টি করে। এসব আলো উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস নামে পরিচিত।

এনওএএ জানিয়েছে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইলিনয়, কলোরাডো, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, ওরেগন, টেক্সাসসহ অনেক জায়গা থেকে অরোরা দেখা যেতে পারে। কানাডার মন্ট্রিয়াল, ভ্যানকুভার যুক্তরাজ্যের উত্তরাঞ্চলেও আলোর এই প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।

সৌরঝড় সরাসরি মানুষের জন্য বিপজ্জনক নয়, তবে বিদ্যুৎ গ্রিড যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যা তৈরি করতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর