[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে প্রতিভাবান মানুষ নেই, তাই বিদেশি টানতে আগ্রহী ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সংখ্যক প্রতিভাবান মানুষ নেই, তাই বিদেশি দক্ষ কর্মীদের দেশটিতে নিয়ে আসা জরুরি। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যোগ্য কর্মীর অভাব দেখা দিয়েছে, বিশেষ করে প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে। তাই তিনি এইচ-১বি ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিদেশি প্রতিভা আনার পক্ষে অবস্থান নিয়েছেন।

ফক্স নিউজের সাংবাদিক লরা ইনগ্রাহাম জানতে চান, প্রশাসন কি এইচ-১বি ভিসা কমানোর পরিকল্পনা করছে? জবাবে ট্রাম্প বলেন, “বেতন কমে যাওয়ার আশঙ্কা আমি বুঝি, কিন্তু প্রতিভাও আনতে হবে। এখানে কিছু নির্দিষ্ট ধরনের দক্ষতা নেই—সবকিছু শেখানো যায় না।” তিনি উদাহরণ দেন, “আপনি কাউকে বেকার লাইন থেকে এনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় বসাতে পারবেন না।”

ট্রাম্প সেপ্টেম্বরে জর্জিয়ার হুন্দাই কারখানায় অভিবাসন সংক্রান্ত অভিযানের কথাও উল্লেখ করেন, যেখানে শত শত দক্ষিণ কোরিয়ান শ্রমিককে আটক করা হয়েছিল। তিনি বলেন, “তারা ব্যাটারি তৈরি করছিল, যা জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। এ ধরনের দক্ষতা আমাদের দরকার।”

এর আগে ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলারের আবেদন ফি আরোপ করে, যা অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে দেখা হয়। অর্থনীতিবিদদের মতে, এই প্রোগ্রাম মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ায় এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি করে।

সাক্ষাৎকারে ট্রাম্প ফ্রান্স ও চীনের সম্পর্কেও মন্তব্য করেন, চীনা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভর্তি বিষয়ে সতর্কতা জারি রেখে বলেন, “সব বিদেশি ছাত্র দেশের স্বার্থ রক্ষা করে না।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর