[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল চীনের হংকি সেতু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জাতীয় মহাসড়কের ওপর নির্মিত হংকি সেতু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই আংশিকভাবে ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের ঢাল ও রাস্তায় ফাটল দেখা যাওয়ায় সোমবার বিকেলে ৭৫৮ মিটার দীর্ঘ সেতুটি যান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরদিন মঙ্গলবার বিকেলে পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ হলে ভূমিধস শুরু হয়, এতে সেতুর অ্যাপ্রোচ অংশ ও সংলগ্ন রাস্তা সম্পূর্ণ ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবিসির প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, ধসের আগে সেতুর স্তম্ভগুলোর চারপাশে ধুলার বিশাল মেঘ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে স্তম্ভগুলো নিচের পাথর ও পানির মধ্যে ধসে পড়ে।

চলতি বছরের শুরুতে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং গত ২৮ সেপ্টেম্বর এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হংকি সেতুটি চীনের মূল ভূখণ্ডকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ মহাসড়কের অংশ।

সেতুর কাছেই দাদু নদীর গিরিসংকটে শুয়াংজিয়াংকু জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ নির্মাণাধীন রয়েছে। প্রায় এক দশক ধরে নির্মাণাধীন এই বাঁধটি সম্পূর্ণ হলে সেটি বিশ্বের সর্বোচ্চ বাঁধ হিসেবে পরিচিতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের পরিবহন ও অবকাঠামো বিভাগ ইতিমধ্যেই ধসের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। প্রাথমিক ধারণা, পাহাড়ি এলাকায় চলমান নির্মাণকাজ ও ভূতাত্ত্বিক অস্থিতিশীলতাই ধসের কারণ হতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর