[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

সেনাবাহিনীর দোকানে বিক্রি হচ্ছে ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠানের তৈরি মদ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে আসার আগে ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি পুরোপুরি ব্যবসা থেকে সরে আসেননি। তার পারিবারিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন বাইবেল, হুডি, কম্বল, জুতা থেকে শুরু করে এখন মদও বিক্রি করছে।

ফোর্বেস–এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সেনাবাহিনীর শুল্কমুক্ত দোকানগুলোতে ট্রাম্প ব্র্যান্ডের ওয়াইন ও সিডার বিক্রি হচ্ছে, যার মুনাফা সরাসরি ট্রাম্প পরিবারের অ্যাকাউন্টে যাচ্ছে। এতে নৈতিকতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট বেতন ছাড়াও অতিরিক্ত আর্থিক সুবিধা নিচ্ছেন।

পর্যবেক্ষক সংস্থা ক্রিউ (Citizens for Responsibility and Ethics in Washington) বলেছে, সরকার যদি ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে, তাহলে তা সংবিধানের নীতির পরিপন্থী। মুখপাত্র জর্ডন লিবোউইৎজ বলেন, “আইন ভঙ্গ না হলেও নীতিগতভাবে এটি অনৈতিক।”

অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, এতে কোনো নিয়ম ভঙ্গ হয়নি এবং প্রেসিডেন্টের সরাসরি সংশ্লিষ্টতা নেই। তবে সমালোচকেরা বলছেন, গলফ মার্কারে প্রেসিডেন্টের সিল ব্যবহার থেকে শুরু করে “ট্রাম্প ওয়াইন” বিক্রি পর্যন্ত—সবকিছুই ক্ষমতাকে পুঁজি করে ব্যবসায়িক মুনাফা তোলার আরেকটি উদাহরণ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর