[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশ প্রসঙ্গে ইউনুসকে সতর্ক থাকার পরামর্শ দিলো ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বক্তব্যে “শব্দ ব্যবহারে সতর্ক” থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চায় না এবং দুই দেশের সম্পর্ক শান্তিপূর্ণ রাখাই ভারতের অগ্রাধিকার।

৭ নভেম্বর NETWORK-18 গ্রুপ-এর EDITOR ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে ড. ইউনুসকে বক্তব্য দেওয়ার সময় শব্দ ব্যবহারে সতর্ক থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, “ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা আমাদের কূটনৈতিক নীতির অংশ।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন করে টানাপোড়েনে পড়েছে। বিশেষ করে সীমান্ত নীতি, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার সংকট দেখা দিয়েছে।

রাজনাথ সিংয়ের এই মন্তব্যকে কূটনৈতিক মহল ভারতীয় সতর্কবার্তা হিসেবে দেখছে—যাতে বাংলাদেশে ইউনুস সরকারের অবস্থান ও ভাষার ভঙ্গি দক্ষিণ এশীয় স্থিতিশীলতার ওপর প্রভাব না ফেলে।

বিশ্লেষকেরা বলছেন, দিল্লি এখন ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষায় সংযত অবস্থান নিতে চায়, তবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর