নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয় তথা ভারতীয় বংশোদ্ভূত মেয়র। কিন্তু তার এই পরিচয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যেমন আলোচনা সৃষ্টি করেছে তেমনি উদ্বেগ তৈরি করেছে ভারত ও নিউইয়র্ক প্রবাসী ভারতীয়দের মধ্যে। বিজয় ভাষণে মামদানী আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরুকে উদ্ধৃত করেন এবং বলিউডের জনপ্রিয় একটি গানের তালে মঞ্চ থেকে বিদায় নেন।
মামদানীর এই বিজয়কে অনেকে মার্কিন রাজনীতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতীকী জবাব হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের মেয়র হিসেবে তার ভূমিকা শুধু স্থানীয়.
রাজনীতি নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত মামদানী। তিনি বিজেপির নাগরিকত্ব সংশোধন আইন (CAA) ও জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের (ধারা ৩৭০) সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। এমনকি ২০০২ সালের গুজরাট দাঙ্গার ঘটনাকে উল্লেখ করে তিনি মোদিকে “যুদ্ধাপরাধী” বলেও আখ্যা দিয়েছেন।
বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প–মোদি সম্পর্ক যখনই ঠান্ডা পর্যায়ে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র হিসেবে মোদিবিরোধী এক নেতার উত্থান দুই দেশের সম্পর্কের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।
মন্তব্য করুন: