নিউইয়র্কের রাজনীতিতে আবারও চাঞ্চল্য তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে জোহরান মামদানির সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুওমোর পরাজয়ের পর ট্রাম্প এবার রাজ্যের নিয়ন্ত্রণ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৬ সালের গভর্নর নির্বাচনে অংশ নেবেন।
বর্তমান গভর্নর ক্যাথি হচুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে স্টেফানিক সামাজিক যোগাযোগমাধ্যমে হচুলকে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, হচুলের নেতৃত্বে নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে পরিণত হয়েছে। ৪১ বছর বয়সী স্টেফানিক ২০১৪ সাল থেকে নিউইয়র্কের প্রতিনিধি পরিষদে আছেন এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
হচুলের দেরিতে জোহরান মামদানিকে সমর্থন জানানো নিয়েও স্টেফানিক সমালোচনা করেন, তিনি দাবি করেন, হচুল ‘কমিউনিস্ট নীতির’ কাছে নত হয়েছেন। এর জবাবে হচুল স্টেফানিককে আখ্যা দেন ‘ট্রাম্পের এক নম্বর চিয়ারলিডার’ হিসেবে।
সিয়েনা কলেজের জরিপে দেখা গেছে, হচুলের পক্ষে ৫২% জনসমর্থন থাকলেও একইসঙ্গে ৫২% ভোটার নতুন নেতৃত্ব চান। স্টেফানিককে রিপাবলিকান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে, আর হচুলও ডেমোক্রেটিক প্রাইমারিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। নিউইয়র্কে সর্বশেষ রিপাবলিকান গভর্নর ছিলেন জর্জ পাটাকি, যিনি ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য করুন: