আফগানিস্তানের উত্তরের হিন্দুকুশে ৬.৩ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত সামাঙ্গান অঞ্চলে কমপক্ষে ৫ জনের মৃত্যু ও ১৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য তুলে ধরেছে চীনা গণমাধ্যম সিজিটিএন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউ.এস.জি.এস-এর তথ্য বলছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের খোলমের কাছে ২৮ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রা ভূমিকম্পে ২ হজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিলো। এদিকে ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র-জি.এফ.জেড। ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
এছাড়া মেক্সিকোর লাস চোয়াপাসের ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমেও ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মন্তব্য করুন: