ফ্রান্সের ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া আটটি ঐতিহাসিক অলংকারের মূল্য আনুমানিক ১০ কোটি ডলার বলে জানিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলি লহ বেকু। রেডিও আরটিএল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থের ক্ষতি বড় হলেও, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে রয়েছে সম্রাজ্ঞী ইউজেনির দুষ্প্রাপ্য হীরাখচিত টিয়ারা, কোমরবন্ধনী, ১৮৫৫ সালের ব্রোচ, এবং নেপোলিয়নের স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় উপহার দেওয়া পান্না ও হীরার গয়না। এছাড়া রানি হরটেন্স ও রানি মেরি অ্যামেলির ব্যবহৃত কানের দুলও চুরি হয়েছে।
ল্যুভর কর্তৃপক্ষ জানায়, এসব অলংকার ছিল ফরাসি রাজপরিবারের ঐতিহাসিক নিদর্শন। গত রোববার সকালে সংঘটিত এই চুরির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা মনে করছেন, এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের কাজ, যারা শিল্পমূল্য নয় বরং চোরাই বিক্রির উদ্দেশ্যেই এই চুরি করেছে।
চোরেরা হয়তো এখন অলংকারগুলো গলিয়ে বা ভেঙে ফেলার চেষ্টা করবে, যাতে শনাক্ত করা না যায়।
মন্তব্য করুন: