রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অকার্যকর বৈঠকে বসতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরিতে অনুষ্ঠেয় দুই নেতার বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউজের- এমন বার্তার পর মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।
ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধ শুরুর সময় তিনি ক্ষমতায় থাকলে কখনই এটি হতে দিতেন না। বাইডেন প্রশাসন এ যুদ্ধের জন্য ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছেন বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প।
এদিকে বিবিসি জানায়, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতপার্থক্যগুলো এ সপ্তাহে সামনে আসায়, ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্প-পুতিন বৈঠকের।
এর আগে, গত ১৬ অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার বৈঠকে বসার কথা আভাস দিয়েছিলেন ট্রাম্প।
মন্তব্য করুন: