দীপাবলিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লিতে ব্যাপক আতশবাজি পোড়ানোয় শহরের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ১১টায় দিল্লির গড় বায়ুমান সূচক দাঁড়ায় ৩৫৯, যা ‘খুবই খারাপ’ হিসেবে বিবেচিত। ইন্ডিয়া গেট, অক্ষরধামসহ শহরের বহু এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ড্রোন ফুটেজে শহরজুড়ে ঘন ধোঁয়ার চিত্র ধরা পড়ে। বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়ছেন।
দূষণ নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কোর্ট সবুজ আতশবাজি ও নির্দিষ্ট সময়সীমার নির্দেশ দিলেও তা অনেকেই মানেননি। ফলে দীপাবলির আনন্দের মাশুল গুনছে দিল্লিবাসী।
রাজ্য সরকার কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা করছে, যাতে মেঘ বীজ ছড়িয়ে বৃষ্টি ঘটানো যায়। আবহাওয়ার অনুকূলতা পেলে ২৪-২৬ অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, ভারতে আতশবাজির কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোরেও বায়ুদূষণ বেড়েছে। মঙ্গলবার লাহোরের AQI ছিল ২৬৬। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব সরকার পানি ছিটানো, অ্যান্টি স্মোক গান ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।
মন্তব্য করুন: