[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

নারীদের নামাজের স্থান ‘গোমূত্র দিয়ে পবিত্র’ করলেন বিজেপির এমপি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের পুনেতে বিজেপি সাংসদ মেধা কুলকার্নির নেতৃত্বে হিন্দু সংগঠনের এক দল ঐতিহাসিক শনিওয়ার ওয়াড়ায় ‘শুদ্ধিকরণ অনুষ্ঠান’ আয়োজন করার পর বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কয়েকজন মুসলিম নারী সেখানে নামাজ আদায় করেছিলেন—এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ার পরই এই পদক্ষেপ নেন বিজেপি নেতারা। এনডিটিভি জানায়, ঘটনাস্থলে বিজেপি নেতারা গোমূত্র ছিটিয়ে শিববন্দনা করে স্থানটি ‘পবিত্র’ ঘোষণা করেন।

মেধা কুলকার্নি বলেন, “শনিওয়ার ওয়াড়া নামাজ পড়ার জায়গা নয়। এটি মারাঠা সাম্রাজ্যের প্রতীক, তাই আমরা প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।তিনি আরও অভিযোগ করেন, “কিছু লোক যেকোনো জায়গায় নামাজ পড়ে তা ওয়াকফ সম্পত্তি দাবি করে নিচ্ছে, হিন্দু সমাজকে সতর্ক থাকতে হবে।

তবে বিরোধীরা এই ঘটনাকেসাম্প্রদায়িক উসকানিহিসেবে আখ্যা দিয়েছে। এনসিপি মুখপাত্র রূপালি পাতিল থম্ব্রে বলেছেন, পুনে সবসময় সম্প্রীতির শহর, কিন্তু এই ঘটনাটি তা ভাঙার চেষ্টা। এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান অভিযোগ করেন, বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে।

এদিকে, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তরের অভিযোগের ভিত্তিতে দুর্গে নামাজ পড়া অজ্ঞাত নারীদের বিরুদ্ধেও মামলা হয়েছে। পুলিশ সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর