[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তপ্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের নতুন করে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, খামেনি বলেছেন, “ট্রাম্প নিজেকে চুক্তিপ্রণেতা বলেন, কিন্তু জবরদস্তি পূর্বনির্ধারিত ফলাফলের কোনো চুক্তি প্রকৃত অর্থে চুক্তি নয়, এটি হুমকি চাপের প্রকাশ।

গত জুনে তেহরান ওয়াশিংটনের মধ্যকার ১২ দিনের সংঘাতের পর পারমাণবিক আলোচনা স্থগিত হয়। ওই সময়ে যুক্তরাষ্ট্র ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি ইসরাইলি পার্লামেন্টে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতির পর তেহরানের সঙ্গে শান্তিচুক্তি সম্ভব হলে তা দুর্দান্ত হবে।তবে খামেনি তার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “তারা যদি ভাবে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করেছে, তবে সেটা কেবলই তাদের কল্পনা।

খামেনি আরও জানান, ইরানের পারমাণবিক স্থাপনা দেশের অভ্যন্তরীণ বিষয়, এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অনুপযুক্ত অগ্রহণযোগ্য।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর