[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

নতুন পদক্ষেপ সৌদির, স্থলপথে ৪ ঘণ্টায় যাওয়া যাবে ১৫০০ কিমি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ছবি : সংগৃহীত

সৌদি আরব ৭ বিলিয়ন ডলার ব্যয়ে একটি উচ্চগতির রেল প্রকল্প নির্মাণে উদ্যোগ নিয়েছে, যা লোহিত সাগরের জেদ্দা শহরকে উপসাগরীয় অঞ্চলের রিয়াদের সঙ্গে যুক্ত করবে। “ল্যান্ড ব্রিজ” নামের এই প্রকল্পকে আন্তর্জাতিক মহলে বলা হচ্ছে ‘মরুর বিস্ময়’। ১৫০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে যাত্রা সময় ১২ ঘণ্টা থেকে কমে মাত্র ৪ ঘণ্টা হয়ে যাবে।

এই প্রকল্প সৌদি ভিশন ২০৩০-এর অংশ। বর্তমানে ,৩০০ কিমি রেলপথকে ,০০০ কিমির বেশি করার লক্ষ্য নিয়েছে দেশটি, যাতে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের রেল বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়।

সৌদি রেলওয়ে কোম্পানি (SAR) জানিয়েছে, মালবাহী যাত্রীবাহী উভয় স্টেশনই তৈরি হবে। কিং আব্দুল্লাহ বন্দর যুক্ত হবে ইয়ানবু শিল্পাঞ্চলের সঙ্গে। ইতোমধ্যে ২০০ কিমি/ঘণ্টা গতিসম্পন্ন ১৫টি ট্রেন কেনা হয়েছে।

এছাড়া "ড্রিম অব দ্য ডেজার্ট" নামে বিলাসবহুল ট্রেন সার্ভিস চালু হচ্ছে, যেখানে রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত মরুভূমির সৌন্দর্য উপভোগ করা যাবে। হাইড্রোজেনচালিত ট্রেনও যুক্ত হচ্ছে, যা সৌদির পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি অঙ্গীকারের অংশ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর