প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক উত্তপ্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বৈঠকটি একাধিকবার চিৎকার-চেঁচামেচিতে রূপ নেয়। ট্রাম্প সরাসরি সতর্ক করেন, আপস না করলে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করে দেবে।
বৈঠকে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্য উদ্ধৃত করে জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণ’ করার জন্য চাপ দেন। তিনি বলেন, “তুমি যুদ্ধে হেরে যাচ্ছো, আর পুতিন চাইলে তোমাদের ধ্বংস করে দেবে।”
এক ইউরোপীয় কর্মকর্তার বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, পুতিন এটিকে যুদ্ধ নয়, বরং ‘বিশেষ অভিযান’ হিসেবে দেখেন।
বৈঠকের এক পর্যায়ে, ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রাখতে বলেন এবং বলেন, “এই রেড লাইন কোথায়, আমি জানিও না। কখনও ওখানে যাইনি।”
বিষয়টি ঘিরে ইউক্রেনীয় নেতৃত্বে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ ট্রাম্পের অবস্থান যুদ্ধাবস্থার বাস্তবতাকে অগ্রাহ্য করছে বলে তারা মনে করেন।
মন্তব্য করুন: