[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

যে মার্কিন দ্বীপে নেই কোনো গাড়ি, ৬০০ মানুষের সঙ্গী ৬০০ ঘোড়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লেক হিউরনে অবস্থিত ছোট্ট দ্বীপ ম্যাকিন্যাক, যেখানে গাড়ি নয়, ঘোড়াই মানুষের সঙ্গী। মাত্র ৩.৮ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে ৬০০ জন বাসিন্দা ও ৬০০ ঘোড়া রয়েছে। এখানে কোনো মোটরচালিত যান চলে না এমনকি গল্ফ কার্টও নিষিদ্ধ। ১৮৯৮ সালে একটি গাড়ির শব্দে ঘোড়া ভয় পেয়ে যাওয়ার পর থেকেই দ্বীপে যান্ত্রিক যান নিষিদ্ধ।

দ্বীপের পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে ঘোড়া, সাইকেল পায়ে হেঁটে চলার ওপর ভিত্তি করে। ময়লা সরানো থেকে ফেডেক্স ডেলিভারি পর্যন্ত সবকিছুই হয় ঘোড়ার সাহায্যে। প্রতি গ্রীষ্মে প্রায় ১২ লাখ পর্যটক ফেরিতে করে দ্বীপে আসেন এবং ঘোড়ায় টানা গাড়ি, বাইক বা হেঁটে ঘুরে বেড়ান।

দ্বীপটি আদিবাসী অ্যানিশনাবে জনগোষ্ঠীর ঐতিহাসিক কেন্দ্র। এখানে রয়েছে প্রায় হাজার বছর পুরনো সমাধিস্থল একটি নেটিভ আমেরিকান মিউজিয়াম।

ম্যাকিন্যাকের ৮০% অংশ একটি স্টেট পার্কের অন্তর্ভুক্ত, যেখানে রয়েছে বনের পথ, চুনাপাথরের স্তম্ভ বিখ্যাত আর্ক রক। দ্বীপে গাড়ির অভাব, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য একত্রে এনে দেয় অনন্য এক অভিজ্ঞতা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর